হ্যাঁ, এমন একদিন ছিলো যখন আমার অস্তিত্ত্ব ছিলো না
বিশ্ব জগতের কোথাও,
কোন গ্যালাক্সিতে কিংবা দূর কোন নক্ষত্রের চারিদিকে ঘুর্নায়মান কোন গ্রহে
দৃশ্যমান বা অদৃশ্যমান।
সত্যিই, কাউকে যে অনুরোধ করবো আমাকে সৃষ্টি করো,
আমাকে অনস্তিত্ত্ব থেকে অস্তিত্ত্বে নিয়ে আসো,
সে সুযোগ ও ছিলোনা।
যেহেতু আমার কোন সত্ত্বা ই ছিলো না বিরাজমান।
হ্যাঁ, আমি মিশে ছিলাম দূর্বা ঘাসে, গাভীর দুগ্ধ যেখানে লুকায়িত ছিলো
যে দুগ্ধে মিশ্রিত ছিলো পিতার বীর্য্যের মূল উৎস
হ্যাঁ, আমি মিশে ছিলাম অক্সিজেন আর হাইড্রোজেনে,
যা মাতার শ্বাসে প্রশ্বাসে বিজড়িত হয়ে গড়ে তোলে এক নারী সত্ত্বা
যে কিনা জন্ম দিতে পারে তার ই মতো এক মানব।
তার পর একদিন আমার সত্ত্বা অস্তিত্ত্বে আসে, শুন্য থেকে জন্ম নেয় একক।
স্রষ্টা লিখে দেয় তার অস্তিত্ত্বের স্বাক্ষর
হ্যাঁ, তিনিই আমার স্রষ্টা যার হাতে শুন্যতা সজ্জিত হয় সৃষ্টি দিয়ে।
Sunday, October 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment