শেষবার দেখা হবার পর পনের টা বসন্ত পেরিয়ে গেলে
ফের দরশন এক সন্ধ্যায়, সুহাসিনী সে সুদর্শনার সাথে
সূর্য্যের রক্তিমাভা বিদায়ের রথে পশ্চিমের আকাশে
দু’জন ফের মুখোমুখী, কতো শতো সূর্য্যাস্তের পরে
কেমন ছিলে? এতো গুলো দিন আর এত গুলো রাত।
প্রশ্ন নয়, যেন এক মানবীর প্রাচীন কোন বিশ্বকোষ
খুলে অজানা হাজারো শব্দের গূঢ়ার্থ খোজার আগ্রহ।
মুখ কোন শব্দ খুজে পায়না, কি উত্তর আছে এ প্রশ্নের।
অজান্তে দু’ঠোঁটের গহবর থেকে বেরিয়ে আসে বাক,
“যাকে ভালো বলা যায় কিনা” তেমনিই ছিলাম হয়তো।
সুহাসিনী যেন হাসে, ডুবন্ত সূর্য্যের মতো আরক্তিম হাসি
যেমনি কোন কালে হেসেছিলো আফ্রোদিতি গ্রীকদের দেবী
উপাসক যার সম্মুখে, অতীত কালের সমর্পিত হৃদয় লয়ে।
হাসির কলি পূর্ণত প্রস্ফুটিত হবার আগেই সুদর্শনা বলে
এবার আসি তাহলে। উপাসক চোখ মেলে দূরাকাশে
অনন্ত অন্ধকারের ঝাঁপিতে ঢাকা দিয়ে ডুবে যায় দিনমনি
Sunday, October 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment