মনের আকাশে আজ পুর্ণিমা
অনেক দিনের পর, মেঘ-ছায়া পেরিয়ে
জোছনায় জ্বলমলে চতুর্দশী
হৃদয় নদীতে আজ বান ডেকেছে
অনেক দিনের খরায় মরা নদী
আজ কুলুকুলু রব দু'কুল জুড়ে
মনের কানন আজ পুস্পময়
পত্র ঝরার ঋতু-অবশেষে
শাখায় শাখায় কোকিলের কুহুধ্বনী
অনুভুতির তারে তারে যেন বাজে
পরম জাগতিক সঙ্গীতের সুর-লহরি
আজ আমি হারিয়েছি অজানায়
ক্ষনিকের তরে, সে যে আবার এসেছে
এক ভিখারির চির প্রতিক্ষার দ্বারে
অনেক দিনের পর, মেঘ-ছায়া পেরিয়ে
জোছনায় জ্বলমলে চতুর্দশী
হৃদয় নদীতে আজ বান ডেকেছে
অনেক দিনের খরায় মরা নদী
আজ কুলুকুলু রব দু'কুল জুড়ে
মনের কানন আজ পুস্পময়
পত্র ঝরার ঋতু-অবশেষে
শাখায় শাখায় কোকিলের কুহুধ্বনী
অনুভুতির তারে তারে যেন বাজে
পরম জাগতিক সঙ্গীতের সুর-লহরি
আজ আমি হারিয়েছি অজানায়
ক্ষনিকের তরে, সে যে আবার এসেছে
এক ভিখারির চির প্রতিক্ষার দ্বারে
No comments:
Post a Comment