বাঁশের উঁচু শাখে বসে আছে বক, পাশে তার বকী, অনতিদুরে
দখিন বিলের পুঁটি মাছের সাধ লেগে আছে এখনো মুখ জুড়ে
বাতাসের ঝাপটার দাপটে যাওয়া হয়নি সেখানে দু’দিন
তারো আগে ক’বার যেতে হয়েছে একা একা সঙ্গি বিহীন
ঝড় ঝাপটা স’য়ে ছানা বুকে বকী, বসে আছে সারাক্ষন
ঝড়ো হাওয়ায় দোলে বাঁশ, সাথে দোলে বক রানীর মন
চলোনা বকী দখিন বিল ঘুরে আসি, মৃদু স্বরে বক বলে
কতো দিন যাওনি ওদিকে, মন ভালো হবে ঘুরে এলে
বকী বলে, বাচা ধন দু’টো এখনো যে উড়তে শিখেনি
কি করে যাই ফের দখিন বিলে, একা রেখে নয়নের মনি
বক বলে বাচাদের কি হবে, আছে তো তারা মনের সুখে
সন্ধ্যার আগে আসবো যে ফিরে খাদ্য দিতে বাচাদের মুখে
বক বকী পাখনা খুলে উড়াল দিলো দখিন বিলের পানে
অনেক দিনের পরে বকী পুঁটি মাছের স্বাদ নিলো ঘ্রানে
সন্ধ্যা কালে ফিরে এলো যেখানে রেখে গেছে বাচা ধন
কোথা গেল নয়নের মনি লণ্ডভণ্ড হয়ে আছে পুরো বাঁশবন
কিছু দূর আগে, এক বাঁশ শাখা নিচে পড়ে আছে মৃত সন্তান
কাটুরিয়া নিয়ে গেছে সব বাঁশ, সাথে নিলো বক রানীর প্রান
Sunday, October 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment