Sunday, October 25, 2009

আমার তো আর ভালো লাগেনা


নিষেধ করি তোমায়,
তুমি আমার স্বপন মাঝে আর এসোনা
শপথ দিই তোমায়,
তুমি আর আমার স্মৃতিতে পিছু ডেকোনা
নিষেধ করি তোমায়,
তুমি আর আমার ভাবনায় হানা দেবেনা

তোমার কি মুরোদ আছে,
আমার সাক্ষাতে ফের আসার
তোমার কি সাহস আছে,
আমার সান্নিধ্যে ফের বসার
তুমি কি সে নির্ভিকতা ধারন করো
বাস্তবতায় ফের ভালোবাসার

তবে কেনো তুমি আসো বার বার
আমার স্বপনে স্মৃতিতে ভাবনায়,
আমার তো আর ভালো লাগেনা
ফেলে আসা পুরনো সে যাতনায়।

No comments:

Post a Comment