Sunday, October 25, 2009

তবু ও তুমি

তন্দ্রা হারা নিশি জাগি আজ কৈ গেল সৈ
ছন্দ ভরা জীবন হারিয়ে গেল কোন সীমানায়
লিপিকায় আর আসেনা কোন সুখ সম্বাদ
মালঞ্চে তবু ঝরে পড়ে লাল গোলাপের রেনু
আজীবন যেন সাজানো থাকে ফুলের বাসর
কভু কি হবেনা আর সেই স্বপ্নের ছবি আঁকা
তাসের ঘরের মতো ছুরমার হবে প্রেম প্রতিমা
রচিত হবেনা প্রেম গাঁথা মাখা সুখের তাজমহল
রুপ কাহিনীর স্বপ্ন কন্যা সাজবেনা কভু বউ
জীবনের চারি পাশ ঘেরা নিরাশার চৌহদ্দী
.........পেরুতে আসবেনা কোনদিন

No comments:

Post a Comment