কৈশোরের স্বপ্ন!!! ভুলেছি তোমাকে আমি
শতবার ভুলেছি, প্রতিবার স্মরনের পর।
প্রতিবার বকুল বনে ফাগুন আসার পর
হৃদয় গহনে দোলা দিলে , ভুলেছি আবার।
ঘনঘোর বরষায় আকাশ তিমিরাচ্ছন্ন হলে
স্মরনের পাড়ে উঁকি দিলে ফের, ভুলেছি।
শরৎ গগনে শুভ্র কাশ ফুল মেঘ উড়ে উড়ে
যদি ফিরে, তুমি মনে এলে, ভুলেছি আবার।
বসন্ত বরষা শরৎ আসে ফিরে, বৃত্ত-বন্দি
জীবনে বার বার, তেমনই আসে সেই স্মৃতি।
কৈশোরের স্বপ্ন!!! ভুলে যাই তাকে প্রতিবার
ভুলে যেতে হয়, মহাকালের পুরনো সে রীতি।
Thursday, December 31, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment