Sunday, October 25, 2009

কাল এবং আজ

তুমি শহরে ছিলে তাই শুধু তোমার কারনে
সাক্ষাতের প্রয়োজন হতো অনেকের সনে
আজ তুমি নেই এ শহরে
যার তার সাথে দেখা করবোই বা কার তরে

তুমি ছিলে তাই ফুল গুলোকে ভালো লাগতো
গন্ধে তার হৃদয় মাততো
তুমি নেই, হারিয়ে গেছো দূর তেপান্তরে
আজ কেনোই বা রাখবো এ ফুল গুলো আমার ঘরে

তুমি ছিলে, আশে পাশে কোথাও বিরাজমান
তাই অন্তঃস্থলে দিতো দোলা পাখির গান
এখন কেনোই বা ওখানে বসবো, যেখানে পাখির আনাগোনা
তুমি তো নেই, তবে কেনো পাখির গান শোনা

No comments:

Post a Comment