সময়ের কাছে হেরে যাওয়া পাখি, উড়িবার পাখা হারিয়েছি বহু দিন
অতীত হাতড়ে হাতড়ে ফিরি, ভবিষ্যতের ক্যানভাস ধুলো ধুসর মলিন
গন্তব্য ধারনা নেই, তবুও পথ চলি, অনন্ত পথের পথিক যেন আমি।
মহাকালের আদি লগ্ন ছুঁয়ে, সময়ের খরস্রোত বয়ে চলে, দিবা যামী
দিন শেষে রাত্রি নামে, রাত্রি শেষে ফের ঊষা, দিবসের ফের আগমন
জীবনের হৃদয়ের শরীরের বয়স বাড়ে, বুড়ো হয় কৈশোরের স্বপন
কি পেলাম? কি পাচ্ছি? কি পাবো? হিসেবের খাতা খুলে বসে থাকি
সবটাই গড়মিল, হিসেব মেলেনা কিছুর, সবই যেন শুভঙ্করের ফাঁকি
এসে কি পেয়েছি, না এলে কি হতো, লাভ ক্ষতির কি তুলনা হয়
খেলার জন্য শুধু খেলে যাওয়া এই খেলায়, কি আবার জয় পরাজয়
Sunday, January 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment