Sunday, January 3, 2010

মুকুলিত প্রসূন প্রতীক্ষায় থাকে

মুকুলিত প্রসূন থাকে স্নাত হবার প্রতীক্ষায়
ভোরের শিশির অবগাহনে
চকোর খোঁজে নিজেকে বিলোবার সুযোগ
শুভ্র জ্যোৎস্নায় ভরা প্লাবনে
নদী করে অতিক্রম শৈলমালা, বন মর্মর, সমভুমি
সমুদ্র সনে মিলনের বাসনা লয়ে
ময়ুরের পেখম নীলাম্বরের ঘন মেঘ গর্জনের
কামনায় থাকে, অনাবিল উম্মুখ হয়ে
সৃষ্টির প্রথম সোপান থেকে প্রতীক্ষা ধারন
করে আছি, কভু আসবে সে প্রহর
কোন এক প্রেমাস্পদ অনুরাগের সকল দ্বার
খুলে দিবে নিঃস্ব এ জীবনের উপর

No comments:

Post a Comment