Sunday, January 3, 2010

কল্পনার হাওয়ায় ওড়ে প্রজাপতির পাখা

মনের গহনে কল্পনার হাওয়ায় ওড়ে প্রজাপতির পাখা
দূর কোন সমুদ্র দ্বীপে ন্যুব্জ হয়ে আছে নারকেল শাখা
তপ্ত রোদে দহিত বালুকারাশির উন্মত্ত তৃষ্ণা মেটাতে
সফেন সমুদ্র জল আছড়ে পড়ে বার বার কিনারাতে
দৃষ্টির অন্তিম সীমানায় রাজহংসী যেন শ্বেত পোত
দাঁড়িয়ে, অপার্থিব কোন মোহে রহস্যময়ী কপোত।
আলিঙ্গনে মত্ত যেথা সুনীল জল আর নীলিম আকাশ
নিবিড়তায় জড়িয়ে রেখেছে দু’জনার নীল অন্তর্বাস
অনন্ত কাল জমে থাকা অনুরাগ যেন গলে ধীরে ধীরে।
প্রজাপতির কুসুম রাঙ্গা ডানা সেথা উড়ে উড়ে ফিরে

No comments:

Post a Comment