Saturday, January 9, 2010

তোমার জন্মদিনে (একমাত্র সন্তানের তৃতীয় জন্মদিন উপলক্ষে)

বছর গড়িয়ে ফিরে এলো ফের সাতাশে ডিসেম্বর
যেদিন তোমার আগমন হলো এই ধরনীর পর
পৌষের ছিলো ত্রয়োদশী তিথি দিন ছিলো বুধবার
এই বসুমতি আঁখি মেলে তুমি দেখেছো প্রথম বার
ছায়াঘন শ্যাম নয়ন অভিরাম এই পৃথিবীর বুক
তার কোল জুড়ে জন্ম নিলে তুমি একটি নুতন মুখ
প্রথম যেদিন চোখ মেলেছিলে আমাদের অঙ্গনে
আনন্দ সুখে ভেসেছিলো সবে তোমারই পদার্পণে
তোমাকে দিয়ে সব খুশি দিলো নিখিল বিশ্ব-স্বামী
স্বর্গের দুত জগতের বুকে এসেছিলে যেনো নামি
জগতের প্রভু করেছে যে ঋণী দিয়ে এই উপহার
তোমায় পেয়ে সে প্রভুকে জানাই ধন্যবাদ শতবার
স্মরনীয়দের নাম মাঝে যেনো তোমার নামটি থাকে
কীর্তি তোমার ভেসে ওঠে যেনো জীবনের প্রতি বাঁকে
প্রার্থনা করি মাটির ভুবনে অনেক বড়ো হবে তুমি
তোমার কর্মে জ্ঞানে ও ধর্মে হাসিবে স্বদেশ ভুমি
যেনো তুমি পাও দীর্ঘ হায়াত শুধিতে সৃষ্টি-ঋণ
যেনো শতবার জীবনে তোমার আসে এই শুভদিন

No comments:

Post a Comment